নুমান বিন বাশীর (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা আসমান-জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি দুটি আয়াত নাজিল করেছেন।
এ দুটি আয়াতের মাধ্যমেই সূরা আল-বাকারা শেষ করেছেন। যে ঘরে তিন রাত এ দুই আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের কাছেও ঘেঁষতে পারে না।’ (তিরমিজি: ২৮৮২)
এক ব্যক্তি আরজ করল, ‘হে আল্লাহর নবী! কোরআনের কোন আয়াত এমন, যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছতে আপনি ভালবাসেন?’ নবীজি (সা.) বললেন, সুরা আল-বাকারার শেষাংশ।
কেননা আল্লাহ তায়ালা তাঁর আরশের নিচের ভাণ্ডার হতে তা এই উম্মতকে দান করেছেন। দুনিয়া ও আখেরাতের এমন কোনো কল্যাণ নেই, যা এতে নেই। (মেশকাত: ২১৬৯, সহিহ ইবনে হিব্বান: ১৬৯৭)