প্রায় ৮ বছর আগে ডা. সামন্ত লাল সেন বলেছিলেন, ভগবান আমাকে দুটো বছর বাঁচিয়ে রাখো, যেন হাসপাতালটা বানিয়ে মরতে পারি। সেই সামন্ত লাল আজ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। বার্ণ ও প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশের সুপারহিরো হিসেবে খ্যাত সামন্ত লাল নিজেও কখনো ভাবেননি তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেয়া হবে।