“আমি কখনও আমার ভাই বা বাবাকে বলতে পারব না, আমাকে স্যানিটারি ন্যাপকিন এনে দাও”, বললেন মমতা শঙ্কর। “এটা নিয়ে একটা বিতর্কের আয়োজন করা উচিত” মতবিরোধ স্বস্তিকার। মমতা শঙ্কর ভীষণ ভাবে চান, তাঁর ছেলে অভিনয় করুক। অন্য দিকে, স্বস্তিকার বক্তব্য, “আমি একদমই চাই না মেয়ে অভিনয় করুক।” আনন্দবাজার অনলাইনে মুখোমুখি দুই অভিনেত্রী।
#swastikamukherjee #mamatashankar #interview
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video